ভ্রমণগুরু কয়েকজন ভ্রমণপিপাসু মানুষের ভ্রমণগল্প-কাহিনী দিয়ে সাজানো একটি সাইট। লেখকরা তাদের নিজেদের অভিজ্ঞতার ঝুলি থেকেই ভ্রমণগল্পগুলো লিখেন।
মিশন:
কোন অতিরঞ্জণ নয় বরং সত্যিকারের বর্ণনা দিয়ে ভ্রমণ গন্তব্যগুলোর সম্পর্কে দেশের মানুষকে জানানোই আমাদের মিশন। এছাড়া দায়িত্বপূর্ণ ভ্রমণকে (পরিবেশ ও প্রতিবেশের কোন ক্ষতিসাধন না করা) উৎসাহিত করাও আমাদের অন্যতম লক্ষ্য।
অভিজ্ঞতা:
আমাদের সব লেখকেরই দেশে ও দেশের বাইরে দীর্ঘদিন ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। লেখাগুলো পড়লেই সে সম্পর্কে ধারণা পাবেন।
