যুব উন্নয়নের বিকল্প পথ নিয়ে কাজ করার লক্ষ্যকে সামনে নিয়ে Rope4 আয়োজন করতে যাচ্ছে Adventure Course-4। ভাটিয়ারীর মাটি-টা রিসোর্টে জানুয়ারীর ২২-২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন ব্যাপী এই Adventure Course।
প্রযুক্তির ক্রমাগত উন্নয়ন যুবসমাজের জীবনযাত্রার মান পরিবর্তনসহ কিছু মনস্তাত্ত্বিক এবং আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখছে। প্রতিনিয়ত তরুণরা মাদকসেবনসহ নানা অপকর্মে জড়িত হয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রয়োজনীয় স্থান, সুব্যবস্থা ও আগ্রহের অভাবে তরুণ সমাজ দিন দিন শারীরিক কসরত থেকে দূরে সরে যাচ্ছে। ফলে কম বয়সেই শারীরিক ও মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হচ্ছে আমাদের তরুণ সমাজ।
Rope4 এর লক্ষ্য এই তরুণ সমাজকে এডভেঞ্চার ও পর্বতারোহণের জীবনধারার সাথে পরিচয় করিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনধারণে অনুপ্রাণিত করা। Adventure Course সেই লক্ষ্যে অর্জনের একটি পদক্ষেপ।

এডভেঞ্চার কোর্সটি মূলত একটি ক্যাম্পিং। শিক্ষার্থীদের পাহাড়ে ঘেরা নানান ধরণের এডভেঞ্চার এক্টিভিটি দিয়ে সাজানো ক্যাম্প সাইটে তাবু পেতে তিন দিন থাকতে হয়। বিশাল লেক, খেলার মাঠ, ট্রি এক্টিভিটি, ক্লাইম্বিং ওয়াল, ফিল্ড এক্টিভিটি, ফুজ বল, কায়াক সহ আরো অনেক অনেক আউটডোর এক্টিভিটি দিয়ে সাজানো হয় এই এডভেঞ্চার কোর্স।
প্রতিটি এডভেঞ্চার কোর্স পর্বতারোহণ প্রশিক্ষক এবং প্রশিক্ষিত ভলেন্টিয়ার দ্বারা নিয়ন্ত্রিত। কোর্সে শিক্ষার্থীদের রক ক্লাইম্বিং, পর্বতারোহণ, নেভিগেশন, সারভাইবাল, রোপ নট, টিম বিল্ডিং, লিডারশিপ নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া প্রতিদিন সকালে শরীরচর্চা, ইয়োগা, মেডিটেশন ক্লাস শিক্ষার্থীদের শারিরীক ও মানসিকভাবে উদ্যমী করে তোলে। কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে যাওয়া কোর্সের তিন দিন শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবনে শারিরীক ও মানসিক চ্যালেঞ্জের মোকাবেলা করার সামর্থ্য যোগায়।

এই কোর্সটি শিক্ষার্থীদের প্রকৃতির কাছে নিয়ে প্রকৃতিকে অনুভব করার সুযোগ দেয়। শহুরে যান্ত্রিকতা থেকে দূরে গিয়ে পাহাড় ও প্রকৃতির মাঝে তিনটি দিন শিক্ষার্থীদের চিরচারিত পদ্ধতি থেকে ভিন্ন পদ্ধতিতে প্রশিক্ষণ দেয়া হয়। ২০১৭ সালে যাত্রা শুরু করা Rope4 Outdoor Education প্রতিবছর একাধিক এডভেঞ্চার কোর্সের আয়োজন করে থাকে। এখন পর্যন্ত তিনটি এডভেঞ্চার কোর্স সফলভাবে অনুষ্ঠিত হয়েছে যার একটি ভাটিয়ারী এবং দুটি চট্টগ্রামের হাজারিখিল রিজার্ভ ফরেস্টে অনুষ্ঠিত হয়েছে।
Rope4 Outdoor Education আয়োজিত পর্বতারোহণ বিষয়ক বৃত্তি প্রদানমূলক প্রতিযোগিতা Mission Himalaya সফল ভাবে দুটি সিজন সম্পন্ন করেছে। এছাড়া Rope4 প্রতিবছর Rock Climbing Course, Adventure Camp, Climbing Workshop, Map Reading Workshop সহ অন্যান্য কোর্সের আয়োজন করে থাকে। প্রতিবছর বাংলাদেশের এথলেটদের অভিযানের গল্প নিয়ে আয়োজন করা হয় “শিখর ছোঁয়ার গল্প”।
Rope4 Outdoor Education এর এসকল আয়োজনে ভলেন্টিয়ার হিসেবে কাজ করে Rope4 Adventure Club। এর সদস্যরা Rope4 এর সহায়তায় পর্বতারোহণ অভিযান, রক ক্লাইম্বিং, কায়াকিং, ক্রসকান্ট্রি সাইক্লিং, সুইমিং, ম্যারাথনসহ নানাবিধ এডভেঞ্চার এক্টিভিটি করে থাকে। বিস্তারিত আরও জানতে ব্রাউজ করুনঃ www.Rope4.com এডভেঞ্চার কোর্সের বিস্তারিত এবং রেজিস্ট্রেশন লিংকঃ https://rope4.com/rope4-adventure-course-4/
লেখা ও ছবি রোপ ফোর
Thanks a lot, Shobuj Bhai.
wish you good luck